চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রসার কাউন্সিলের (সিসিপিআইটি) নেতৃত্বে চীনা ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল সম্প্রতি অস্ট্রিয়া সফর করেছে। অস্ট্রিয়ার নতুন সরকার প্রতিষ্ঠার পর এটিই ছিল চীনের প্রথম কোনো বড় প্রতিনিধিদলের অস্ট্রিয়া সফর।
সফরে দুই দেশের ব্যবসায়ীরা অটোমোবাইল, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন শিল্পখাতে গভীর আলোচনা করেছেন।
সফরে সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিন অস্ট্রিয়ার স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধি এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন।
যৌথভাবে বাণিজ্য সুরক্ষাবাদের বিরোধিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রিয়ার ব্যবসায়ীরা। তারা আশা করেছেন, আরও বেশি চীনা প্রতিষ্ঠান অস্ট্রিয়ায় বিনিয়োগ করবে। শুভ/ফয়সল
জর্ডানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন
উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিতে অবদান রাখতে জর্ডানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন সরকার। এমন মন্তব্য করেছেন জর্ডানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন ছুয়ানতোং। রোববার আম্মানে চীনে সদ্য শেষ হওয়া দুই অধিবেশনের ফলাফল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জর্ডানকে ঘনিষ্ঠ অংশীদার বলে অভিহিত করে রাষ্ট্রদূত বলেন, চীনের কিছু সংস্কার ও উন্নয়ন নীতি এবং পদক্ষেপ জর্ডানের আধুনিকীকরণ মিশনর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীনা রাষ্ট্রদূত জর্ডানকে দেশীয় পণ্য, বিশেষ করে খেজুর এবং জলপাই তেলের প্রচারের জন্য চীনে প্রদর্শনীর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতার বিশাল সুযোগের ওপরও জোর দেন তিনি।