Site icon আজকের কাগজ

রোবটকে আরও ‘মানবিক’ করতে চান চীনা গবেষকরা

engine ai robot of China

চীনা প্রকৌশলীরা নতুন প্রজন্মের মানবসদৃশ রোবটগুলোকে আরও ‘মানবিক’ করতে কাজ করছেন। শুধু শারীরিক গতিবিধি নয়, মানুষের সঙ্গে আবেগপূর্ণ যোগাযোগ গড়ে তুলতে সক্ষম রোবট তৈরিই তাদের লক্ষ্য।

সম্প্রতি দক্ষিণ চীনের প্রযুক্তি নগরী শেনচেনে ‘পিএম০১’ নামের একটি রোবট পথচারীদের দৃষ্টি কেড়েছে। স্টার্টআপ প্রতিষ্ঠান ইঞ্জিন এআই-এর তৈরি করা ১৩৮ সেন্টিমিটার উচ্চতা ও ৪০ কেজি ওজনের এই রোবট চার ঘণ্টা টানা হাঁটতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী চাও থংইয়াং বলেন, ‘আমরা চাই রোবটটি ভবিষ্যতে মানুষের আনন্দ-বেদনা বুঝতে পারবে। তিন বছরের মধ্যেই আমরা এ লক্ষ্যে পৌঁছাবো।’

ইঞ্জিন এআই-এর গবেষকরা মনে করছেন, রোবটকে আরও মানবসদৃশ করতে হলে এর হাঁটার ধরনে নজর দিতে হবে। বিশেষজ্ঞ তাই সিছিন বলেন, ‘আমাদের রোবট হাঁটতে গিয়ে হাঁটু ভাঁজ করে না, কারণ মানুষ এভাবে হাঁটে না। সঠিক ভঙ্গিতে হাঁটলে শক্তিরও সাশ্রয় হয়।’

গত মাসে ফ্রন্ট ফ্লিপ দেওয়া রোবট বানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে আসে প্রতিষ্ঠানটি।

এখন রোবটটির মূল্য ১৫ হাজার ডলার। দুর্যোগ অঞ্চলে সাহায্য, গ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে এর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, তাদের চূড়ান্ত লক্ষ্য মানুষের সঙ্গী হিসেবে একে তৈরি করা।

সূত্র: সিএমজি বাংলা

Exit mobile version