Wednesday, March 12

পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরে চীনের ভূমিকা অপরিহার্য: জাতিসংঘ

বিশ্বব্যাপী পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশটির অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান প্যানেলের প্রধান জিম স্কেয়া।

শনিবার চেচিয়াং প্রদেশের হ্যাংচৌতে শেষ হওয়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) ৬২তম পূর্ণাঙ্গ অধিবেশনের ফলাফল প্রকাশের আগে জিম স্কেয়া এই মন্তব্য করেন।

নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অগ্রণী ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, সৌর ও বায়ু শক্তি উৎপাদনে চীন বিশ্বে শীর্ষে।

তিনি আরও বলেন, “চীনের অংশগ্রহণ ছাড়া, বিশ্বের পরিবেশবান্ধভ জ্বালানি রূপান্তরের প্রচেষ্টা অনেক কম কার্যকর হবে।

এ সময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং প্যারিস চুক্তির অধীনে আলোচনায় চীনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *