Wednesday, March 12

নেশার টাকা না পেয়ে কাপাসিয়ায় ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন মাদকাসক্ত দেবর। রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি আক্তার (২৪) ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. সেলিম মিয়ার স্ত্রী। হত্যায় অভিযুক্ত দেবর মো. ইলিয়াস মিয়া (২০) একই গ্রামের আবদুর রশিদের ছেলে।

স্বজনরা জানিয়েছে, ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য টাকা না দেওয়ায় তার ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তিনি। ঘটনার পর থেকে ইলিয়াস পলাতক।

স্বজনরা জানায়, ইলিয়াস কোনো কাজকর্ম করতেন না।

স্বজনরা জানিয়েছে, ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য টাকা না দেওয়ায় তার ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তিনি। ঘটনার পর থেকে ইলিয়াস পলাতক।

স্বজনরা জানায়, ইলিয়াস কোনো কাজকর্ম করতেন না।

ইলিয়াসের বাবা আবদুর রশিদ জানান, আজ জোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তিনি। ওই সময় তার স্ত্রী (ইলিয়াসের মা) ছিলেন বাড়ির শৌচাগারে। এই সুযোগে হঠাৎ ঘরে ঢুকে বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাত করেন ইলিয়াস। চিৎকার দিয়ে বৃষ্টি মাটিতে লুটিয়ে পড়লে তার ছেলে (ইলিয়াস) পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তার পুত্রবধূকে উদ্ধার করে প্রথমে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃষ্টি মারা যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় অভিযুক্ত ইলিয়াসকে আটকের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *