Friday, April 4
Shadow

গবেষণার নতুন দুয়ার খুলবে চীনের ‘সুপার ল্যাব’

চীনের নির্মিত নতুন গবেষণা কেন্দ্র সিনারজেটিক এক্সট্রিম কন্ডিশন ইউজার ফ্যাসিলিটি বা সংক্ষেপে সিকিউফ সম্প্রতি জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার স্তরে উত্তীর্ণ হয়েছে। অত্যাধুনিক গবেষণা কেন্দ্রটি পদার্থ ও উপাদান বিজ্ঞানের অগ্রগতিতে সারা বিশ্বের বিজ্ঞানীদের সহায়তা করবে।

চায়না সায়েন্স একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগ পরিচালিত এই গবেষণা কেন্দ্রটি অত্যন্ত নিম্ন তাপমাত্রা, অতিচাপ, প্রবল চৌম্বকক্ষেত্র এবং অতিসূক্ষ্ম বিরতির আলোক তরঙ্গ তৈরি করতে সক্ষম।

সিকিউফ-এ গবেষকরা পদার্থের প্রকৃতি বোঝার জন্য বিভিন্ন চরম পরিবেশ তৈরি করতে পারবেন। গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী লু লি জানিয়েছেন, এখানে মাত্র ১ মিলিকেলভিন তাপমাত্রা তৈরি করা যাবে, যা মহাবিশ্বের শীতল পরিবেশের এক হাজার ভাগের এক ভাগ। তৈরি করা যাবে ৩০ টেসলা চৌম্বকক্ষেত্র, যা পৃথিবীর স্বাভাবিক চৌম্বকক্ষেত্রের ৬ লক্ষ গুণ শক্তিশালী। অন্যদিকে, ভূঅভ্যন্তরের সমান প্রায় ৩০০ গিগাপ্যাসকেল চাপ তৈরিও সম্ভব এখানে। এ ছাড়া তৈরি করা যাবে ১০০ অ্যাটোসেকেন্ড স্থায়ী আলোক তরঙ্গ, যা ইলেকট্রনের গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।

এই গবেষণা প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত। ইতোমধ্যে ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও জাপানসহ ১০টি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এখানে গবেষণা চালাচ্ছে এবং কিছু পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ সাফল্যও পাওয়া গেছে।

২০১৭ সালে বেইজিংয়ের হুয়াইরো জেলায় সিকিউফ-এর নির্মাণকাজ শুরু হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *