Site icon আজকের কাগজ

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড়পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিম। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত সাদা মন্দিরে যাওয়ার পর মিম ফটোশুট করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি।

Bidya Sinha Mim

শেয়ার করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশিভাবে ধরা দিয়েছেন তিনি।

সেই ছবির দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা, সঙ্গে মনোরম পরিবেশ। আরেক নেটিজেন লিখেছেন— সবসময় আপনাকে অনেক ভালো লাগে।

Exit mobile version