Site icon আজকের কাগজ

এআই মডেল পরিচালনায় সফল চীনা কোয়ান্টাম কম্পিউটার

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি সফলভাবে একটি লার্জ এআই মডেলের কাজ কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করেছে। এটি উল্লেখযোগ্য দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে বলে সোমবার জানানো হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির প্রতিবেদনে।

চীনের হফেই-ভিত্তিক স্টার্টআপ অরিজিন কোয়ান্টাম ‘অরিজিন উখং’ নামের নিজেদের তৈরি তৃতীয় প্রজন্মের সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারে বিলিয়ন-প্যারামিটার বিশিষ্ট একটি এআই মডেল সফলভাবে ফাইন-টিউন করেছে। প্রতিষ্ঠানটি এই অর্জনকে ‘বিশ্বে প্রথম’ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেছে।

হফেই কম্প্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের বিজ্ঞানী হফেই ছেন চাওইয়ুন জানালেন, ‘এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রথম বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, যেখানে লার্জ মডেল ভিত্তিক এআই টাস্ক কার্যকরভাবে সম্পন্ন হয়েছে।

চীনের এ সাফল্যে প্রমাণ হলো, বর্তমান কোয়ান্টাম হার্ডওয়্যার এআই মডেল ফাইন-টিউনিংয়ের জন্য যথেষ্ট সক্ষম।’

এতে গবেষকরা নিশ্চিত  হতে পেরেছেন, কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে হালকা কিন্তু কার্যকরী লার্জ মডেল তৈরি সম্ভব, যা ভবিষ্যতের কম্পিউটিং ক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় একটি নতুন দিক উন্মোচন করবে।

উল্লেখ্য, ফাইন-টিউনিং হলো একটি সাধারণ এআই মডেলকে (যেমন ডিপসিক) নির্দিষ্ট বিষয়—যেমন চিকিৎসা নির্ণয় বা আর্থিক ঝুঁকি বিশ্লেষণের জন্য উপযোগী করে তোলার প্রক্রিয়া।

৭২-কিউবিটের ‘অরিজিন উখং’ একটি প্রোগ্রামেবল এবং সরবরাহযোগ্য সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার। চালুর পর থেকে এটি বিশ্বের ১৩৯টি দেশের ২ কোটিরও বেশি ব্যবহারকারীকে কোয়ান্টাম ক্লাউড পরিষেবা দিয়েছে। ইতোমধ্যে এর মাধ্যমে সাড়ে ৩ লাখ কোয়ান্টাম কম্পিউটিং টাস্ক সফলভাবে সম্পন্ন হয়েছে।

Exit mobile version