Thursday, August 21
Shadow

নোয়াখালীতে র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ; ১৪,৩৭৯ কেজি পলিথিন ও সাড়ে ছয় টাকা জরিমানা  

সাইফুল ইসলাম,নোয়াখালী (বেগমগঞ্জ)

নোয়াখালীতে র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং এর গোডাউনে এবং ব্যাংক রোডের খাদ্য গুদাম রোডে অবস্থিত রাম ঠাকুর আশ্রম সংলগ্ন “রিপন প্যাকেজিং” নামক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রবিবার সকাল থেকে পরিচালিত অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন কার্যক্রম করার অপরাধে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিং এর প্রতিনিধিকে ৫০ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান ও আদায় করা হয়। 

এছাড়া, রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল এবং বাবলু প্যাকেজিং এর স্টোর থেকে ১৪,১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিনসহ সর্বমোট ১৪,৩৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। 

মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফাহিম হাসান খান। 

এ সময় ফোর্স নিয়ে পরো কার্যক্রমে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এর উপপরিচালক মিহির লাল সরদার,

সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মোঃ মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এবং র‍্যাব-১১ এর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা প্রদানে সহায়তা করে।

এছাড়া ও পুরো অভিযানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *