Thursday, August 21
Shadow

মানসম্পন্ন ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষায় আপসহীন লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল

(একজন মায়ের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার গল্প,ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে)

অনেকদিন পর আজকে মনটা সত্যিই অনেক ভালো লাগছে। মায়েরা জানেন, আমাদের সব খুশির শিকড়ই কোথাও না কোথাও গিয়ে বাচ্চাদের সাথেই জড়িয়ে থাকে।

আমি অনেক বছর ধরেই একটা ভালো মানের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজছিলাম। আমার ছেলে আগে Lakehead Grammer School এ পড়ত, আমি সেই স্কুলকে খুব পছন্দ করতাম। কিন্তু ওটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নতুন করে ভালো স্কুল খুঁজে পাওয়া যেন একটা যন্ত্রণার নাম হয়ে দাঁড়ায়।

এই বছর আমি ঠিক করেছিলাম আর দোটানা নয়, ভালো কিছু খুঁজেই বাচ্চাদের শিফট করব। যেহেতু আমি ধানমন্ডিতে থাকি, তাই আমি লোকেশন ও পরিবেশ দুটোই মাথায় রেখে কয়েকটা স্কুল শর্টলিস্ট করি।

প্রথমে যাই একটি স্কুলে । প্রথম দেখায় অনেক কিছুই ভালো লাগে, কিন্তু ভেতরে কোথাও যেন আন্তরিকতার অভাব টের পাই। ক্লাসরুম ভিজিটও করতে না দেওয়া বেশ কিছু ব্যাপারে আমার মনঃক্ষুন্নতা ছিল।

এরপর যাই আরেকটি স্কুলে। প্রিন্সিপালের সাথে কথোপকথন খুবই ভালো লেগেছিল, কিন্তু ক্যাম্পাস ও ক্লাসরুম পরিবেশ আমার মন মতো হয়নি।

তখন আমি Pop of Color গ্রুপে পোস্ট দেই, যেন অভিজ্ঞ মায়েদের কাছ থেকে আরেকটু গাইডলাইন পাই। কয়েকজন বাচ্চার মায়েদের সাথে কথা হয় কিন্তু তারাও আমার মত কোথাও না কোথাও সন্তুষ্ট নন।

সেখান থেকেই আমার সাথে যোগাযোগ করেন Lighthouse International School (LIS)–এর একজন প্রিন্সিপাল, যিনি আমাদের কমিউনিটির সদস্যও।

তিনি আমাকে বলেন “ভর্তি হোক বা না হোক, একবার ক্যাম্পাসে এসে দেখে যান।”

উনার এই আত্মবিশ্বাসই আমাকে আলোড়িত করে।

এরমধ্যে আমি আবার লাইটহাউজ সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি এবং বাচ্চা পড়ছে এরকম বেশ কয়েকটা parents এর সাথে আমার কথা হয়। ভাল লাগে যে তারা প্রত্যেকেই খুবই সন্তুষ্ট এবং রীতিমতো সাজেস্ট করছে যেন আমরা বাচ্চাদের নির্দ্বিধায় এডমিট করি

আমি যখন Lighthouse এ যাই, তখন বুঝতে পারি এটাই সেই জায়গা যেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম।

ভিজিটের শুরু থেকেই সবাই, আয়া খালা, দারোয়ান, অ্যাডমিশন অফিসার, টিচার সবার আচরণ এতটা আন্তরিক ছিল যে আমি আবেগে পড়ে যাই।ক্লাসরুম গুলো একদম পরিচ্ছন্ন, উজ্জ্বল, আর পরিবেশটা খুবই মনমতো।

রাতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই, এবং পরদিন অ্যাডমিশন টেস্ট দিয়ে আমার ছেলে-মেয়ে দুজনেই পাস করে। ভর্তি করিয়ে ফেলি।

প্রথম ক্লাসের দিনেই ছেলের টিচারদের সাথে আমার একটা মিটিং হয়। তারা যেভাবে সবকিছু পরিচয় করিয়ে দিলেন, যেভাবে সাজেশন দিলেন আমার মনে হচ্ছিল আমি যেন আমার খুব কাছের মানুষদের সাথে কথা বলছি।

বাংলা টিচারের একটা কথা আজও মনে গেঁথে আছে:

“স্কুলে যতক্ষণ থাকবে, ততটা সময় আপনার বাচ্চা আমাদের।”

এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে।

আলহামদুলিল্লাহ!আজ আমি শান্ত, খুশি এবং কৃতজ্ঞ।

যারা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজছেন বিশেষ করে ধানমন্ডি বা গুলশান এলাকার জন্য তাদের আমি Lighthouse International School (LIS) একবার ভিজিট করার অনুরোধ করবো। ভর্তির সিদ্ধান্ত আপনার, কিন্তু ভিজিট করলে আমার বিশ্বাস আপনার মনের দ্বিধা অনেকটাই দূর হবে।

আপনারা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন আমি সেই বিশ্বাসকে সম্মান করার চেষ্টা করি সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *