
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের পার-নুরুল্যাবাদ এলাকায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এম.এ মতীন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ফকিন্নী নদীর ব্রিজ থেকে চক-ইসলামপুর পর্যন্ত চলাচলের অনুপযোগী রাস্তাটির সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে পার-নুরুল্যাবাদ ঈদগাহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ মতীন বলেন, ”সাধারণ মানুষের কষ্ট লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই এ কাজ হাতে নেওয়া হয়েছে। দলীয় পরিচয় নয়, মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিজানুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান ছালেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।