Thursday, August 21
Shadow

নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ  

খ,ম, জায়েদ হোসেন, নাসির নগর:  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে রাস্তা সংস্কারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

স্থানীয় উলামা পরিষদ আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

আজ শুক্রবার ৮ আগস্ট  সকাল ১১ঘটিকায় স্থানীয় কালিউতা বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী চাপরতলা-কালীউতা-বেঙ্গাউতা রাস্তার মধ্যবর্তী স্থানে সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

নাসিরনগর উপজেলার  চাপরতলা থেকে কালীউতা- বেঙ্গাউতা গ্রাম পযর্ন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি  চলাচলে অযোগ্য হয়ে পড়েছে । বৃষ্টি হলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না জনসাধারণ। এলজিইডির এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে এবং  জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,উলামা পরিষদের সভাপতি ক্বারী কাজী অহিদুর রহমান,মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান,ক্বারী মনিরুজ্জামান,মাওলানা হাবীবুল্লাহ ফারুকী,হাফেজ মোহাম্মদ জাকারিয়া সোহেল চৌধুরী,মাওলানা সাদেকুর রহমান ফরিদী,মাওলানা এরশাদুল ইসলাম,মোহাম্মদ শামসু মিয়া,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আবু তাহের, মাওলানা নাঈম খান,ক্বারী আবুল বাসারসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *