চীনের অ্যানিমেটেড ব্লকবাস্টার ন্য চা-২ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২০৬ কোটি ডলার আয় করেছে। অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, ছবিটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-কে পেছনে ফেলে বিশ্বের সর্বকালের সেরা আয়ের তালিকায় এখন ষষ্ঠ স্থানে আছে।
চলতি মার্চে ন্য চা-২ মুক্তি পেয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এটি। সর্বকালের সর্বাধিক আয় করা অ্যানিমেটেড সিনেমাটি আগামী ৪ এপ্রিল জাপানে মুক্তি পাবে জাপানি সাবটাইটেলসহ। এর আগে, ১৪ মার্চ থেকে চীনা ভাষার ডাব ও চীনা-ইংরেজি সাবটাইটেলসহ প্রিভিউ স্ক্রিনিং শুরু হয়েছে সিনেমাটির।