Wednesday, March 12

পেরোভস্কাইট সোলার সেলে যুগান্তকারী সাফল্য পেলেন চীনা বিজ্ঞানীরা

পেরোভস্কাইট সোলার সেল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনের বিজ্ঞানীরা। শিল্প পর্যায়ে ব্যাপক প্রয়োগের সম্ভাবনা তৈরি করেছে এটি।

পেরোভস্কাইট সোলার সেল এমন এক নতুন প্রজন্মের ফটোভোলটাইক প্রযুক্তি, যা সিলিকন-ভিত্তিক সেলের মতো বিদ্যুৎ উৎপাদন করে, তবে এটি পাতলা, নমনীয় ও হালকা হওয়ায় পোশাক বা জানালার মতো পৃষ্ঠতলে সহজে সংযোজন করা যায়। তবে এতদিন এর স্থায়িত্ব কম ছিল বলে এটি সহজে বাজারজাত করা যাচ্ছিল না।

শাংহাইয়ের ইস্ট চায়না ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা এই অস্থিতিশীলতার মূল কারণ চিহ্নিত করে একটি স্থিতিশীল সোলার সেল তৈরি করেছেন, যা ৩,৬৭০ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম। পেরোভস্কাইট সেলের স্থায়িত্বে যা একটি রেকর্ড। সম্প্রতি এ গবেষণার বৃত্তান্ত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ জার্নালে।

গবেষকরা গ্রাফিন-পলিমার আবরণযুক্ত ‘প্রোটেকটিভ স্যুট’ ব্যবহার করে সেলের স্থায়িত্ব বাড়িয়েছেন, যা একে দৃঢ় ও টেকসই করেছে।

ইতোমধ্যে শিল্পখাতে এটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। সফলভাবে বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে, এই প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানিতে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *