চীনের বসন্তকালীন চাষাবাদের মৌসুম সামনে রেখে সিছুয়ান প্রদেশের পেং’আন কাউন্টির মুবা টাউনশিপের ছাংফেং কৃষি সেবা কেন্দ্রের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তারা একটি আধুনিক চারা কেন্দ্রের মাধ্যমে ভুট্টা, মরিচ ও ধানের চারা উৎপাদন করছেন।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এটি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করতে পারে। প্রতিদিন চারার ৮ হাজার ট্রে উৎপাদনের ক্ষমতা থাকায় এটি আশপাশের এক হাজার হেক্টর কৃষিজমির চাহিদা মেটাতে সক্ষম।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পেং’আনে স্মার্ট চারা কেন্দ্রের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এখানে ধান ও সবজির জন্য আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, বাজার চাহিদার ভিত্তিতে বিশেষ চাষাবাদ প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বেড়েছে।
সূত্র: সিএমজি বাংলা