Saturday, April 19
Shadow

চ্যাম্পিয়ন্স লিগে আজ সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ইন্টার মিলান

ইন্টার মিলান কয়েকদিন আগে বায়ার্নের আলিয়াঞ্জ এরেনায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে পরাজিত করে। আজ ফিরতি লেগে সান সিরোতে মুখোমুখি হবে তারা।

ইন্টার এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ২ লেগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাটিতে প্রথম লেগ জিতেছে এমনটা ঘটেছে ২১টা। তার মধ্যে ২০বারই তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে তারা। তারা যে একবার পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি সেটা কাদের বিপক্ষে জানেন? জ্বী, বায়ার্ন মিউনিখের বিপক্ষেই। ১৯৮৮-৮৯ সিজনে উয়েফা কাপে বায়ার্নের ঘরের মাটি থেকে ২-০ গোলে জয় এনে ইন্টার হেরে যায় সান সিরোতে ৩-১ গোলে।

এবারও বায়ার্ন মিউনিখের ঘরে তারা ২ গোল দিয়ে এসেছে। তবে এবার একটা হজমও করেছে। বায়ার্ন মিউনিখের কাছে সুযোগ ইতিহাস পুনরাবৃত্তির আর সিমোন ইনজাগির দলের কাছে সুযোগ নতুন ইতিহাস রচনার।

খেলাটি আজ রাত একটায় ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *