Saturday, April 19
Shadow

‘চিরকাল চলতে পারে ব্ল্যাক মিরর,’ বললেন চার্লি ব্রুকার

চার্লি ব্রুকারের আলোচিত সিরিজ ‘ব্ল্যাক মিরর’ এর সর্বশেষ সিজন এসেছিল মাত্র দুই বছর আগে। কিন্তু এখনকার অনিশ্চিত পৃথিবীতে অল্প সময়েই অনেক কিছু বদলে যায়। তাই আবারও ফিরেছে এই প্রযুক্তিনির্ভর ডার্ক সিরিজ, সপ্তম মৌসুমে।

২০১১ সালে যখন এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়, তখন Siri ছিল একেবারেই নতুন আর iPhone 4S ছিল সদ্য বাজারে। এখন WhatsApp-এ রয়েছে Meta AI, আর Apple Watch পৌঁছেছে দশম সিরিজে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তির ধরণ, আর সেইসঙ্গে বদলেছে ‘ব্ল্যাক মিরর’-এর কনটেন্টও— মেমোরি ডিভাইস, ফোন ইমপ্ল্যান্ট, রোবোটিক মৌমাছি থেকে শুরু করে ওয়্যারউলফ হয়ে যাওয়া অভিনেতা— সবই ছিল সেই যাত্রায়।

ব্রুকার বললেন BBC-কে, ‘এই সিরিজের শেষ এখনও দেখা যাচ্ছে না।’
তিনি বলেন, “আশা করি এটা চলতেই থাকবে। স্বার্থপরভাবে বললে, এটা দারুণ একটা কাজ! প্রযুক্তি এত দ্রুত পাল্টাচ্ছে যে, আমাদের জন্য নতুন নতুন গল্পের উৎস তৈরি হচ্ছে। এখনকার দর্শকরা নিজেরাও অনেক কিছু প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞতা করছে, তাই অনেক ধারণা ব্যাখ্যা করারও দরকার পড়ে না— ওদের ফোনেই তো আছে!”

সিজন সেভেনের একটি পর্বে অভিনয় করছেন ‘The Crown’ এবং ‘Deadpool & Wolverine’-খ্যাত অভিনেত্রী এমা কোরিন। তিনি বললেন, “এবারের গল্পগুলো আরও বাস্তবের কাছাকাছি। AI এখন মানুষের নাগালে, তাই এই ধরণের সিরিজ আরও বেশি সচেতনবার্তা দিতে পারে।”

ব্রুকার মজা করে বলেন, “তাহলে আপনি বলছেন, এটা চিরকাল চলা উচিত?”
এমা কোরিন জবাব দেন, “হ্যাঁ, এটা চিরকাল চলা উচিত।”
ব্রুকার যোগ করেন, “আমি হয়তো বুঝব এটা শেষ হয়েছে তখনই, যখন আমি মারা যাবো বা মানুষ দেখা বন্ধ করে দেবে।”

কোরিন অভিনয় করেছেন ‘Hotel Reverie’ নামক পর্বে, যেখানে তার সঙ্গী অভিনেত্রী ইসা রে। দু’জনই অভিনয় করেছেন পুরনো হলিউড ক্লাসিকের রিমেকে, তবে এক টুইস্টসহ।
কোরিন বলেন, “১৯৪০-এর দশকের সিনেমা তারকা ডরোথি চেম্বার্স চরিত্রে অভিনয় দারুণ মজার ছিল। তাদের কথা বলার ভঙ্গি, স্টাইল, এক্সপ্রেশন— সব কিছুই অতিরঞ্জিত, yet packed with emotion।”

এই পর্বেও AI একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কোরিনের মতে অভিনয় জগতের জন্য হুমকিস্বরূপ হতে পারে।
“আমি ক্রিয়েটিভ প্রসেস ভালোবাসি— যেখানে মানুষের অভিজ্ঞতা আর কল্পনার সংমিশ্রণেই জন্ম নেয় শিল্প। আশা করি আমরা এটা হারাব না।”

ব্রুকার সম্মত হন, “Andy Serkis যখন ‘Gollum’ চরিত্রে অভিনয় করেন, মানুষ মুগ্ধ হয়েছিল। কারণ, সেখানে মানুষের পারফরম্যান্সটাই ফুটে উঠেছিল। AI যদি সেই মানবিক উপাদানটা সরিয়ে দেয়, আর কেবল আগের শিল্পীদের কাজ নকল করে তা থেকে উপার্জন করে, অথচ শিল্পীকে কিছু দেয় না— সেখানেই সমস্যাটা।”

এছাড়াও ব্রুকার ফিরেছেন তার আরেকটি প্রিয় বিষয়— ভিডিও গেম
‘Bandersnatch’ ছবির দুই চরিত্র, Asim Chaudhry ও Will Poulter আবার ফিরছেন ‘Plaything’ নামের একটি পর্বে।
নবাগত অভিনেতা লুইস গ্রিবেন অভিনয় করছেন ৯০-এর দশকের গেমস সাংবাদিক ক্যামেরনের চরিত্রে, যে এক অদ্ভুত গেমে আসক্ত হয়ে পড়ে।

গ্রিবেন বলেন, “আমি আসলে ‘Bandersnatch’ দেখিনি, তাই চরিত্রে ঢুকে পড়া আমার জন্য সহজ হয়েছে। তবে Will Poulter আর Asim Chowdhury-এর সঙ্গে অভিনয় করতে পেরে রোমাঞ্চিত।”

‘Assassin’s Creed Shadows’ খেলা নিয়ে মজার গল্প শেয়ার করে বলেন, “ছুটির দিনে আমি এক বসায় ১০ ঘণ্টাও কাটিয়ে দিই! তবে এটা আসলে রিল্যাক্স করার একটা মাধ্যম।”

অন্যদিকে Josh Finan, যিনি ‘Baby Reindeer’ ও ‘Say Nothing’-এ অভিনয় করেছেন, তিনিও থাকছেন এই পর্বে। একই সঙ্গে তিনি ও গ্রিবেন অভিনয় করবেন Amazon-এর আলোচিত সিরিজ ‘Blade Runner 2099’-এ, যা মুক্তি পাবে এই বছরেই। এই সিরিজেও কেন্দ্রীয় বিষয় AI এবং মানব সম্পর্ক।

Finan বললেন, “আমি খুবই আশাবাদী। অভিনেতারা কোথাও যাচ্ছে না। আমাদের কাজটাই এত স্পেশাল যে সেটা বদলানো সম্ভব না।”

‘ব্ল্যাক মিরর’ সিজন ৭ আসছে Netflix-এ, ১০ এপ্রিল থেকে।
প্রযুক্তি আর মানব প্রকৃতির গভীর দৃষ্টিভঙ্গিতে এবারও চমকে দিতে প্রস্তুত চার্লি ব্রুকারের এই কালজয়ী সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *