চীনের তৈরি সি৯১৯ বড় যাত্রীবাহী বিমান আরেকটি মাইলফলক ছুঁয়েছে। চীনের ১০টি শহরে সেবা দিতে শুরু করেছে এটি।
চীনের বৃহত্তম বিমান সংস্থা, চায়না সাউদার্ন এয়ারলাইনস ঘোষণা করেছে, তারা ১২ ডিসেম্বর প্রথমবারের মতো সি৯১৯ বিমান দিয়ে কুয়াংচৌ এবং হাইনানের রাজধানী হাইখৌর মধ্যে সংযোগ স্থাপন করবে। ১৬ ডিসেম্বর থেকে নিয়মিত এই রুটে সি৯১৯ পরিচালিত হবে। বর্তমানে এই বিমান কুয়াংচৌ থেকে শাংহাই, হাংচৌ এবং ছেংতু রুটে সেবা দিচ্ছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনস সম্প্রতি তাদের সি৯১৯ নেটওয়ার্ক সম্প্রসারণ করে দুটি নতুন রুট চালু করেছে। রুট দুটি হলো শাংহাই থেকে ছংছিং এবং শাংহাই থেকে উহান।
এয়ার চায়না বর্তমানে তাদের সি৯১৯ বিমান দিয়ে চারটি রুট পরিচালনা করছে, যা বেইজিং থেকে শাংহাই, হাংচৌ, ছেংতু এবং উহানের সঙ্গে সংযুক্ত।
সি৯১৯ প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে ২০২৩ সালের মে মাসে।