
চীনে স্বচালিত গাড়ির জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই অত্যাধুনিক প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যস্ত মহানগরী শাংহাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চালু হচ্ছে স্বচালিত ট্যাক্সি পরিষেবা।
সম্প্রতি শাংহাইয়ে শেষ হলো ২০২৫ সালের ওয়ার্ল্ড এআই কনফারেন্স। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই সম্মেলনে আটটি সংস্থাকে তাদের স্বয়ংক্রিয় ড্রাইভিং পরিষেবা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।
পনি ডট এআই য়ের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি হুয়াং জানান, প্রতিদিনের যাত্রীদের কাছে এই স্বচালিত গাড়ির ধারণা এখন বেশ পরিচিত। তিনি বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বেশি যাত্রী থাকে অফিস ও খাওয়ার সময়। শিগগিরই আমরা পুতোং আন্তর্জাতিক বিমানবন্দর, চাংচিয়াং এবং ডিজনিল্যান্ডেও আমাদের পরিষেবা চালু করব। পাশাপাশি গাড়ির সংখ্যা এবং সেবার সময়ও বাড়ানো হবে।’
গোল্ডম্যান স্যাক্স-এর প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের রোবোট্যাক্সি বাজার প্রায় ১২০০ কোটি ডলারে পৌঁছাবে আর ২০৩৫ সালের মধ্যে ৪৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। একই সময়ে রোবোট্যাক্সির সংখ্যা ৪১ হাজার থেকে বেড়ে ১৯ লাখ পৌঁছানোর আশা করা হচ্ছে।
হুয়াং মনে করেন, চীন সরকারের দৃঢ় সমর্থনই এই দ্রুত অগ্রগতির মূল কারণ। স্বচালিত গাড়ির প্রতিযোগিতায় এআই প্রযুক্তি এবং সরকারের জোরালো নীতিগত সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন চীন বেশ খানিকটা এগিয়ে।
সূত্র: সিএমজি বাংলা