Thursday, August 21
Shadow

পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি 

পাইকগাছায় উপজেলা পর্যায়ে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে বুধবার সকালে ডরপ এর কার্যালয়ে অনুষ্ঠিত সভাটি ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি এম এম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, ডরপের উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব পিন্টু চন্দ্র দাস। এসময় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু ও প্রীতীশ মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, লিল্টু রাণী মন্ডল, আফরোজা বেগম, টুম্পা মন্ডল, মল্লিকা সরকার, ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পর্যায়ে ১টি ও ইউনিয়ন পর্যায়ে ৪টি ওয়াটার ম্যাপিং চলতি মাসে হবে। স্থানীয় মানুষের পানির বিদ্যমান সমস্যা সমাধানে এই ম্যাপিং এর ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *