Wednesday, February 5
Shadow

ড্যাপে ৮০ ভাগ ‘অপরিকল্পিত’ ও ৫০% ভাগ উচ্চতা-দৈর্ঘ্যহ্রাসের মাধ্যমে বৈষম্য এবং মানবাধিকার লংঘন হয়েছে: ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি

ঢাকা শহরের ক্ষতিগ্রস্থ ভূমি মালিক সমিতি চরম বৈষম্যপূর্ণ ড্যাপ বিধিমালা ২০২২-২৩ সংশোধন সাপেক্ষে ড্যাপ-২০০৮ পুনর্বহালের দাবি জানিয়েছে। কারণ, নতুন ড্যাপে ঢাকা মহানগরীর প্রায় ৮০ ভাগ এলাকাকে অপরিকল্পিত ঘোষণার মাধ্যমে চরম বৈষম্যপূর্ণ আচরণ ও মানবাধিকর লংঘন করা হয়েছে। আগে যেখানে ১০ তলার অনুমতি পাওয়া যেতো সেখানে প্রায় ৫০% কমিয়ে ৫ তলাতে নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ভবনের উচ্চতা ও দৈর্ঘ্য প্রায় ৫০% কমিয়ে প্রতি তলার ইউনিট বা ফ্লাটের ভেতরের নকশাতেও স্বৈরাচারি হস্তক্ষেপ চালু হয়েছে। তাই বিগত স্বৈরাচারী শাসনে আমলা ও ভূমি দখলদারদের যোগসাজসে নগরীর ২০ শতাংশের সুবিধা-স্বার্থে প্রণীত ড্যাপ অবিলম্বে ৮০ শতাংশের সুবিধায় রূপান্তরিত অথবা ড্যাপ ২০০৮ বিধিমালা পুনর্বহাল করতে হবে।
সমিতির অস্থায়ী কার্যালয়ে (৩২ সুলতান আহমেদ প্লাজা, পুরানা পল্টন, ঢাকা) সম্প্রতি মূখ্য আহ্বায়ক অধ্যাপক ড. দেওয়ান এম.এ. সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপরোক্ত দাবী জানানো হয়। সভায় কাজী রেজাউল হোসেন, বাবলু রহমান, হুমায়ূন কবীর শিমুল, আমিনুর রহমান, প্রফেসর সামসুন্নাহার, আফসারুন নাহার, তানভিরুল ইসলাম, আমির হোসেন, মোঃ ফখরউদ্দিন, মুহাম্ম¥দ শফিকুল ইসলাম ড্যাপের ফলে ভবন নির্মাণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সভায় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ড্যাপের কারণে প্রায় ৮০% ক্ষতিগ্রস্থ ঢাকা নগরীর ভূমি মালিকদের পক্ষে আইনগত, ন্যায়সঙ্গত, সাংবিধানিক সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সমিতির অন্যান্য সিদ্ধান্ত ও দাবীসমূহ : রাজধানীর মূল স্টেকহোল্ডার সাধারণ জনগণের বাসস্থানের ব্যবস্থাকারী বাড়িওয়ালা বা ভুমি মালিকদের মতামত উপেক্ষা করে ড্যাপ বিধি আইনগত বৈধতা পেতে পারে না। তাই রাজউকের ড্যাপসহ সকল অবকাঠামো কমিটিতে ভূমি মালিকদের প্রতিনিধিত্ব রাখতে হবে। রাজউকে বাড়ি নির্মাণ ও নকশা অনুমোদন শতভাগ স্বচ্ছ, হয়রানি ও ঘুষ-দুর্নীতি মুক্ত করতে হবে। রাজউককে ভুমি মালিক বান্ধব ওয়ান স্টেপ সার্ভিস চালু করতে হবে। রাস্তা প্রশস্ত, ড্রেন, বর্জ্য অপসারণ, খাল ও জলাধার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন করতে হবে।
বার্তা প্রেরক : আফসারুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *