Wednesday, August 6
Shadow

কানসুর হ্রদে বিরল গ্রেট ক্রেস্টেড গ্রিব পরিবার

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের চিনছাং শহরের লংশৌ হ্রদে সম্প্রতি দেখা গেছে গ্রেট ক্রেস্টেড গ্রিব নামের বিরল জলচর পাখির একটি পরিবার। সদ্য ফোটা একটি ছানাও আছে এ পরিবারে।

সম্প্রতি চিনছুয়ান জেলায় তোলা হৃদয়গ্রাহী এক ভিডিওতে দেখা যায়, মায়াময় এক দৃশ্য—মা-বাবার পিঠে চড়ে ছোট ছানা ডানা মেলে উঁকি দিচ্ছে। মা-বাবার সঙ্গে মাছ ধরা ও ডুব দেওয়ার অনুশীলন করতেও দেখা গেছে তাকে। কখনো হ্রদের জলে ঢেউ তুলে মেতে উঠছে খেলায়।

আগেও গ্রেট ক্রেস্টেড গ্রিব পাখির দেখা মিলতো লংশৌ হ্রদে। তবে এবারই প্রথম বাসা ও বাচ্চা সহ দেখা গেছে, যা স্থানীয় পরিবেশের উন্নতির ইঙ্গিত দেয়।

গ্রেট ক্রেস্টেড গ্রিব চীনে দ্বিতীয় শ্রেণির সংরক্ষিত বন্যপ্রাণী।

চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এই জাতের পাখিসহ ১,৯২৪টি বন্যপ্রাণীকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০২৮টি পাখি, ৪৫০টি সরীসৃপ, ২৫৩টি উভচর প্রাণী এবং ৯১টি স্তন্যপায়ী।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *