Monday, January 13
Shadow

কথা-কাটাকাটি দেখে খোঁজ নিচ্ছিলেন সাংবাদিক, পরে তাঁকে কুপিয়ে জখম

নড়াইলে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মধ্যরাতে শহরের শেখ রাসেল সেতুর ওপর এ ঘটনা ঘটে। তিনি বুকে, হাতে ও পায়ে জখম নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সাংবাদিকের নাম সজীব রহমান। তিনি সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামে এবং বর্তমানে নড়াইল শহরের আলাদাতপুরে বসবাস করেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের শেখ রাসেল সেতুতে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় দুই শিক্ষার্থী। এ সময় সেখানে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি গিয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। ওই সময় তাঁরা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় তাঁরা। এ সময় সেতুটি দিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরছিলেন সজীব। বাগ্‌বিতণ্ডা দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান। তখন সজীবের সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়ায় দুর্বৃত্তরা। এ সময় তাঁরা ব্যাগ থেকে ছুরি বের করে সজীবের বুকে, হাতে ও পায়ে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শাহরিয়ার সিফাত বলেন, ‘কথা–কাটাকাটির মধ্যে মুহূর্তেই সাংবাদিক সজীব ভাইকে ছুরি দিয়ে কয়েকটি কোপ দেয় তারা (দুর্বৃত্তরা)। তাদের একজন মোটরসাইকেলে বসা ছিল, অন্যজন কোপ দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যায়। আমরা পিছু নিয়েও তাদের ধরতে পারিনি।’

নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *