
ছেংতু ওয়ার্ল্ড গেমসের আসরে নারী ওয়েকবোর্ড ফ্রিস্টাইল ফাইনালে স্বর্ণপদক জিতেছেন চীনা অ্যাথলেট সু লু। রৌপ্য পদক পেয়েছেন ইতালির অ্যালিস ভিরাগ এবং ব্রোঞ্জ জিতেছেন আর্জেন্টিনার ইউজেনিয়া দে আরমাস।
সিছুয়ান প্রদেশ থেকে আসা সু লু ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু চোটের কারণে সরে দাঁড়াতে হয়। এবার আঘাত কাটিয়ে ছেংতু আসরে যোগ দেন।
মোটরবোটের তৈরি ঢেউয়ে চমৎকার কৌশল দেখিয়ে নজর কাড়েন সু লু।
সূত্র: সিএমজি বাংলা