Monday, January 13
Shadow

এক ডিমে ১ টাকা ৩৯ পয়সা মুনাফা করায় ডিলারের দোকান সিলগালা

রাজশাহীতে এক ডিমে ১ টাকা ৩৯ পয়সা মুনাফা করায় কাজী ফার্মস ও নাবিল গ্রুপের ডিলার ডিএস এন্টারপ্রাইজ সাময়িকভাবে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অপরাধে আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা নগরের তেরখাদিয়া ডাবতলা, শালবাগান ও উপশহর এলাকায় এ অভিযান চালান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জানান, ডিএস এন্টারপ্রাইজের মালিক আবদুল করিম কাজী ফার্মস ও নাবিল গ্রুপের ডিমের ডিলার। তিনি প্রতিদিন বিপুল পরিমাণ ডিম বিক্রি করেন। আজ তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি প্রতিটি লাল ডিম কিনেছেন ১১ টাকা ১ পয়সায় আর বিক্রি করছেন ১২ টাকা ৪০ পয়সায়। প্রতিটি ডিমে তিনি লাভ করছেন ১ টাকা ৩৯ পয়সা। অস্বাভাবিক লাভ করায় তাঁর দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

মাসুম আলী আরও জানান, নগরের শালবাগান ও উপশহরে দুই ব্যবসায়ী বেশি দামে ডিম বিক্রি করছিলেন। তাঁদের একজনকে ২০ হাজার ও অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *