Friday, December 27
Shadow

বাসযাত্রীর পেটে পাওয়া গেছে এক কেজি স্বর্ণ

খুলনায় স্বর্ণ পাচারের খবর পেয়ে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন হিসেবে বাসের এক যাত্রীকে আটক করে পুলিশ। কিন্তু প্রথমে তার কাছে কিছু পাওয়া যায়নি। এরপর ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করে তার পেটে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে থানায় নিয়ে তার পেট থেকে বারগুলো বের করা হয়।

বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাসযাত্রীর নাম আব্দুল আওয়াল (৩৬)। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামে। তিনি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের কাগজকে বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। তারা ঢাকা-খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে তল্লাশিচৌকি বসায়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন থেকে আব্দুল আউয়ালকে আটক করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *