
আরব আমিরাতের স্কুলে AI যুগে প্রবেশ করছে: অভিভাবকদের সামনে নতুন চ্যালেঞ্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আমিরাতের স্কুলগুলোতে (কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে—স্কুল পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে যোগ হচ্ছে AI শিক্ষা। এতে থাকবে বেসিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ, এবং নৈতিকতা বিষয়ে সচেতনতা। চীনসহ বেশ কিছু উন্নত দেশের মতো আগেভাগেই AI শিখিয়ে শিশুদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চায় আমিরাত।
এ সিদ্ধান্ত পিতামাতাদের জন্য যেমন এক আশাব্যঞ্জক সুযোগ, তেমনি নতুন এক চ্যালেঞ্জ। কারণ, অনেক অভিভাবকই আধুনিক প্রযুক্তির দৌড়ে অনেকটা পিছিয়ে আছেন। এখন প্রশ্ন উঠছে—এই প্রযুক্তিনির্ভর যুগে কীভাবে সন্তানদের পাশে দাঁড়াবেন তারা?
"স্মার্ট প্যারেন্টিং"-এর সময় এসেছে
দুবাইয়ে বসবাসরত দুই সন্তানের মা ও AI কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট আবহা মালপানি নেস্মিথ বলেন, “চা...