অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার প্রধানত বিকাশজনিত সমস্যা : কারণ ও প্রতিকার
অটিজমকে অনেকেই মানসিক রোগ ভেবে ভুল করেন। যে সমস্যার কারণে আক্রান্ত ব্যক্তি আর দশজন মানুষের সাথে স্বাভাবিক যোগাযোগ ও সামাজিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয় তাই অটিজম। রোগটি হলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশকে বাঁধাগ্রস্থ করে। এ রোগ সম্পর্কে অধিকাংশ মানুষই অসচেতন।সুইস মনোবিজ্ঞানী অয়গেন বøয়লার ১৯১১ সালে সর্বপ্রথম অটিজমকেএক প্রকার মানসিক রোগ হিসেবে চিহ্নিত করেন। এরপর থেকেই মুলত রোগটি নিয়ে অধিকতর গবেষণা শুরু করা হয়।রোগটি সম্পর্কে মানুষকে আরো জানানোর লক্ষ্যে এবং অটিজম শিশুদের মূল্যায়নের লক্ষ্যে বিশ^ব্যাপী সর্বপ্রথম ২০০৮ সালে ২ এপ্রিল বিশ^ অটিজম সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং প্রতি বছর ২ এপ্রিল বিশ^ অটিজম দিবস হিসেবে পালন করা হয়।
প্রকার ভেদ অটিজম বেশ কয়েক প্রকারের ভাগ করা হয়ে থাকে। যেগুলো হলো-ক্ল্যাসিক অটিস্টিক ডিজঅর্ডার, অ্যাসপার্জার্স সিনড্রোম, চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটেড ডিজঅর্ডার, এটিপিক্...