
সৌদি রাশিয়া সম্পর্ক উন্নয়নে সৌদি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের পরিকল্পনায় রাশিয়া
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সৌদি আরবের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের কথা বিবেচনা করছে রাশিয়া। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার একটি সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছে মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিশ্চিত করেছেন, রাশিয়া বর্তমানে সৌদি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার পরিকল্পনায় কাজ করছে।
গতকাল শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ল্যাভরভ।এ সময় তিনি রাশিয়া-সৌদি সম্পর্ককে “শক্তিশালী ও স্থিতিশীল” বলে অভিহিত করেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাশিয়ায় ই-ভিসা চালু হওয়ার পর সৌদি পর্যটকদের আগমন ৫৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মস্কো। এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন...