Saturday, July 19
Shadow

Tag: সালমান খান

বিয়ের পীড়িতে বসবেন সালমান! খানের পোস্ট ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে

বিয়ের পীড়িতে বসবেন সালমান! খানের পোস্ট ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে

বিদেশের খবর, বিনোদন, মনের বাঁকে
বলিউড সুপারস্টার সালমান খান—বয়স বাড়লেও বিয়ে নিয়ে তাঁর অবস্থান বরাবরই ছিল ধোঁয়াশার। কখনো রসিকতা, কখনো খোলাখুলি অনীহা, আবার কখনো ভক্তদের মুখে হাসি ফোটানো একরাশ আশা। কিন্তু এরইমধ্যে সালমানের একটি আবেগঘন পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন—তবে কি নিজের জন্য অবশেষে জীবনসঙ্গী খুঁজে পেলেন ভাইজান? গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সালমান খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন বার্তা পোস্ট করেন। তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর বোন আলভিরা ও অতুল অগ্নিহোত্রী একসঙ্গে রয়েছেন। ছবির ক্যাপশনে সালমান লেখেন—"শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।" তবে আসল আলোচনার সূত্রপাত হয় সালমান...