
পরিবেশকে সামনে রেখে সবুজ উন্নয়ন ছিংহাইতে
গ্রীষ্ম এলে চীনের ছিংহাই হ্রদের দৃশ্যপট বদলে যায়। এবারের গরম থেকে স্বস্তি পেতে হ্রদের নীল জলে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে হাজারো বাদামি দাগওয়ালা গাঙচিল। নিচে ঝাঁকে ঝাঁকে চলেছে লেকের মাছ 'নেকেড কার্প'।
ছিংহাই হ্রদের সংরক্ষণ বিভাগের ওয়াং শু-নিং জানালেন, হ্রদের যত মাছ আছে তার ৯০ শতাংশের বেশি নেকেড কার্প। গাঙচিলের মতো পাখিদের প্রধান খাবারই এটি। এটি হ্রদের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ।
১৯৬০ ও ৭০-এর দশকে অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতির সংখ্যা কমে যায়। পরে ২০০১ সালে পুরোপুরি মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এতে করে ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে নেকেড কার্পের সংখ্যা বেড়ে যায় ৪৬ গুণ!
এ ছাড়াও, বিলুপ্তপ্রায় প্রেজেওয়ালস্কি গেজেলের সংখ্যাও বেড়ে এখন প্রায় ৩,৪০০’তে দাঁড়িয়েছে, যা একসময় ছিল মাত্র ৩০০টি। এটি চীনের সরকার ও স্থানীয়দের একত্রে কাজের ফল।
ছিংহাই হ্রদের পা...