
জবি ছাত্রীহলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ
রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফি প্রদানের নোটিশ ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রী হলের শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভায় অনুমোদিত হল ফি তিন হাজার ৪০০টাকা কমিয়ে দুই হাজার টাকা করা হলেও এবার পূর্বের নির্ধারিত ফি প্রদানের নোটিশ প্রকাশে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত রোববার (১৩ জুলাই) ছাত্রী হল প্রোভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের সিট নবায়ন ফি'র বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক ছাত্রীদের গত ৩০ মে পর্যন্ত যে সকল আবাসিক ছাত্রী সিট নবায়নের ফি দেয়নি তাদের পূর্ব নির্ধারিত তিন হাজার ৪০০ টাকা দিতে হবে। আগামী ১৪ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে Student Portal লগইন করে নগদ অথবা রকেট এর মাধ্যমে তিন হাজার ৪০০ টাকা পরিশোধ করতে হবে। টাকা জমার রশিদের এক কপি হল অফিসে জমা দিতে হবে।
এ...