
শস্যগুদামে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছে চীন, কমেছে অপচয়
চীন এবার শস্য সংরক্ষণে নানা প্রদেশে কাজে লাগাচ্ছে স্মার্ট ও পরিবেশবান্ধব প্রযুক্তি। যার ফল হিসেবে এরই মধ্যে চীনজুড়ে গমসহ গ্রীষ্মকালীন শস্য সংগ্রহের পরিমাণ ছাড়িয়েছে ৫ কোটি টনেরও বেশি। আধুনিক ওয়্যারহাউসে কৃষকরা স্মার্ট কার্ড দিয়ে করছেন নিবন্ধন ও মান যাচাই। ওজন নির্ধারণ ও মূল্য পরিশোধও হয়ে যাচ্ছে চোখের পলকে। গবেষণা বলছে, এসব প্রযুক্তির মাধ্যমে ২ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্যকে অপচয়ের হাত থেকে বাঁচানো সম্ভব।
গ্রীষ্মের ধান-গম সংগ্রহের মৌসুমে চীনের বিভিন্ন প্রদেশে চলছে পুরোদমে শস্য সংগ্রহ, শুকানো ও সংরক্ষণের কাজ। হুবেই, চিয়াংসু ও আনহুই প্রদেশে সরকার-নিয়ন্ত্রিত সংস্থা চায়না সাপ্লাই অ্যান্ড মার্কেটিং গ্রেইন অ্যান্ড অয়েল কোম্পানি চালু করেছে ১৩টি সংরক্ষণাগার ও ১২টি লজিস্টিক হাব।
চিয়াংসু প্রদেশের কাওছুন জেলায় একটি ওয়্যারহাউসে ঢুকলেই চোখে পড়বে অত্যাধুনিক সব স্মার্ট যন্ত্রপাতি।
ক...