Sunday, July 20
Shadow

Tag: লেজার কটন টপিং রোবট

বিশ্বের প্রথম লেজার কটন টপিং রোবট উন্মোচন করলো চীন

বিশ্বের প্রথম লেজার কটন টপিং রোবট উন্মোচন করলো চীন

বিদেশের খবর
চীনের গবেষকরা কৃষি প্রযুক্তিতে এক বিশাল সাফল্য অর্জন করেছেন। তাঁরা বিশ্বের প্রথম লেজার কটন টপিং রোবট সফলভাবে তৈরি করেছেন, যা তুলার চাষাবাদকে উচ্চ প্রযুক্তির যুগে নিয়ে এসেছে। এই উদ্ভাবনী রোবটটি তুলার শীর্ষ কুঁড়ি অপসারণের (টপিং) মতো গুরুত্বপূর্ণ কাজটি অত্যন্ত নির্ভুলভাবে সম্পন্ন করতে সক্ষম, যা তুলার ফলন ও গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। এই রোবটটি অত্যাধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। এতে সেন্সর, মেশিন ভিশন এবং লেজার নিয়ন্ত্রণ কৌশল-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে রোবটটি তুলার শীর্ষ কুঁড়িগুলোকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। বর্তমানে, এটি তুলা গাছের শীর্ষ কুঁড়ি সনাক্তকরণে ৯৮.৯% নির্ভুলতা অর্জন করেছে, যা ম্যানুয়াল টপিংয়ের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই রোবটটি তার সমস্ত কার্যকারিতা সম্পূর্ণরূপে বাস্তবায়নের পরে প্...