
চীনের হাত ধরে এবার উন্নয়নশীল দেশও গভীর মহাকাশ অনুসন্ধান করবে
গভীর মহাকাশ গবেষণা এতদিন কেবল অল্প কয়েকটি দেশের হাতেই একচেটিয়াভাবে ছিল। এখন সময় এসেছে এই প্রযুক্তিকে পুরো মানবজাতির জন্য উন্মুক্ত করার।এমন অভিপ্রায় থেকেই আন্তর্জাতিক গভীর মহাকাশ অনুসন্ধান অ্যাসোসিয়েশন বা আইডিএসইএ গড়ে তুলেছে করেছে চীন। উন্নয়নশীল দেশগুলোকে গভীর মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যেকাজ করবে এটি।
সোমবার আনহুই প্রদেশের হ্যফেইতে এ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়। মহাকাশকেন্দ্রিক এটাই হবে চীনের প্রথম গবেষণাধর্মী আন্তর্জাতিক সংস্থা। চীনের সাম্প্রতিক চাঁদ ও মঙ্গল অনুসন্ধান নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বৃদ্ধির ফলশ্রুতিতেই মূলত নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
আইডিএসইএ মূলত চাঁদ, মঙ্গল ও গ্রহাণুতে অনুসন্ধানসহ গভীর মহাকাশ অধ্যয়নের ওপর গুরুত্ব দেবে এবং উন্নয়নশীল দেশগুলোকে এই জটিল প্রযুক্তিতে অংশগ্রহণের সুযোগ করে দেবে।
এক দশকের মধ্যে এ সংস্থার সঙ্গে অন্তত ৫০০টি আন্তর্জাতিক গবে...