
প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি যশোরের বসুন্দিয়া-বাঘারপাড়া সংযোগকারী ভৈরব সেতুর
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের বসুন্দিয়া - বাঘারপাড়া সংযোগকারী ভৈরব সেতু নির্মাণ কাজের প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারী শেষ হলেও এখনও কাজ শুরু করা হয়নি।
দুই বছর আগে নতুন করে নির্মাণের জন্য যশোর সদর উপজেলার বসুন্দিয়া ও বাঘারপাড়া উপজেলাকে সংযুক্তকারী ভৈরব সেতুটি ভাঙা হয়েছিল। ২০২৩ সালের ২৭ আগষ্ট কাজ শুরুর তারিখ নির্ধারণ থাকলেও নকশা জটিলতায় আটকে যায় নির্মাণ কাজ। ১০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। ফলে লাখ লাখ মানুষের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধিন ”প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ” প্রকল্প। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আর্থায়নকারী সংস্থার মাধ্যমে ১০ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪১৩ টাকা ব্যায়ে ৮১ মিটার দৈর্ঘ ব্রীজের নির্মাণ কাজ পেয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান এম ডি মঈন...