
আনীত অভিযোগসমূহ প্রমাণিত না হওয়ায় মান্দায় স্বপদে যোগদান করলেন প্রধান শিক্ষক বাদেশ আলী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ হতে অব্যাহতি প্রদান ও স্বপদে বহালের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) জি.এম. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই প্রধান শিক্ষককে স্বপদে বহালের জন্য নির্দেশনা দেন। উক্ত চিঠিতে উল্লেখ করা হয় যে,প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রফেসর আব্দুল মালেক খান নামে এক ব্যক্তি অত্র অধিদপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক বাদেশ আলীর বিরুদ্ধে আনীত ৪টি অভিযোগের মধ্যে একটিও প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাকিতায় রোববার (১৩ জুলাই) দুপর আড়াই টায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমূখী উ...