Sunday, July 20
Shadow

Tag: প্রথম পুরস্কার

মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার পেলেন আল এমরান

মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার পেলেন আল এমরান

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক পেলেন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ( সিএ টু প্রশাসক) মোঃ আল এমরান। তিনি মান্দা উপজেলা পরিষদ কার্যালয়ে (সিএ টু প্রশাসক)পদে কর্মরত আছেন। গত সোমবার দুপুরে (১৪ জুলাই) উপজেলা পরিষদের রানীনদী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন।জানাগেছে, গত ২০২৪-২০২৫ অর্থ বছরের কর্মদক্ষতায়  মূল্যায়িত হয়ে উপজলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী  হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথম পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক  দেওয়া হয়েছে।এব্যাপারে সদ্য বিদায়ী ইউএনও শাহ আলম মিয়া জানান, পুরস্কৃত মোঃ আল এমরানকে করা হয়নি। তবে তার কাজকে মূল্যায়িত করা হয়েছে। পুরো কৃতিত্ব তার কাজের।...