Saturday, July 19
Shadow

Tag: থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযান

থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযান উৎক্ষেপণ স্থলে পৌঁছেছে

থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযান উৎক্ষেপণ স্থলে পৌঁছেছে

বিদেশের খবর
চীনের থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযান ওলংমার্চ-ওয়াই ১০ রকেটের সমন্বিত ইউনিট শনিবার উৎক্ষেপণ এলাকায় খাড়াভাবে স্থানান্তর করা হয়েছে। চীনের মহাকাশ সংস্থা সিএমএসএ জানিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে আগামী কয়েকদিনের মধ্যে সুবিধাজনক সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। থিয়ানচৌ-৯ মহাকাশযানটি প্রায় সাড়ে ৬ টন মালামাল বহন করবে। সূত্র: সিএমজি...