
আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলাম: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ড. গোবিন্দ
জেমস আব্দুর রহিম রানা:
আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি দীর্ঘমেয়াদি বঞ্চনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে এসেছে এবং ধারাবাহিকভাবে তাদের প্রতারণা ও বঞ্চনার শিকার করেছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ড. গোবিন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলাম। ১৯৫৪ সালে দলটি গঠনের দিন থেকেই হিন্দুদের রাজনৈতিকভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ধ্বংসের উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রশংসা করে তিন...