
বেইজিংয়ে চীন ও ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
ওয়াং ই বলেন, গত বছরে প্রেসিডেন্ট সি ও প্রধানমন্ত্রী মোদি কাজানে বৈঠকে যে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান তা চীন-ভারত সম্পর্কের উন্নয়নের দিকনির্দেশনা দেয়। চীন, ভারতের সঙ্গে দুই নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, উদীয়মান উন্নয়নশীল বড় দেশের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করতে, তাল মিলিয়ে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মতভেদ সঠিকভাবে মোকাবিলা করতে, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বয় জোরদার করতে এবং চীন-ভারত সম্পর্ক টেকসই, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
চীন, ভারতের সঙ্গে যোগাযোগ জোরদার করতে, বহুপক্ষীয় বাণি...