
ক্লোন করা ইয়াক জন্মালো চীনে
দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের দামসুং কাউন্টির একটি ইয়াক প্রজনন ঘাঁটিতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ক্লোন করা ইয়াক জন্ম নিয়েছে।গবেষকরা বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, ক্লোন করাএই বাছুরটির জন্মকালীন ওজন ৩৩.৫ কেজি, যা বেশির ভাগ নতুন জন্ম নেওয়া ইয়াকের বাছুরের চেয়ে বেশি।
চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল, দামসুং কাউন্টি সরকার এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের মালভূমি জীববিজ্ঞান ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ২০২৩ সালের জুলাইয়ে এই প্রকল্প শুরু হয়েছিল।
বিজ্ঞানীরা ক্লোন করা ইয়াক তৈরির জন্য সম্পূর্ণ জিনোম নির্বাচন এবং সোম্যা টিকসেল ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করেছেন।
চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষণাদলের প্রধান ফাং শেংকুয়ো বলেন, ক্লোনিং প্রযুক্তি সিচাং-এ ইয়াকেরজাত উন্নত করতে এবং বড় আকারের গবাদি পশুর একটি প্রজনন ব্যবস্থা তৈরিতে গুরু...