
বায়োজিদ বোস্তামী থানার অভিযানে ২৪ ঘন্টার মধ্যে ৭ মাস বয়সী ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২
ইসমাইল ইমন, চট্টগ্রাম : গত ১৫ জুলাই (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকা থেকে মাত্র ০৭ মাস বয়সী শিশু অজিহা আহমেদ নূরকে অপহরণের ঘটনা ঘটলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটি তার মায়ের সঙ্গে শান্তিনগর এলাকার কবরস্থান সংলগ্ন বাবুল মিস্ত্রির বাড়িতে বসবাস করত। অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান অপারেশন অফিসার এসআই(নি.) নুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করেন। উক্ত টিম গোপন সূত্রের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে অভিযানিক টিম জানতে পারে সুমাইয়া নামের একটি মেয়ে ভিকটিমকে অপহরণ করে কক্সবাজার জেলার দিকে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ ভিত্তিতে অভিযানিক টিম ভিকটিমকে উদ্ধারের নিমিত্তে কক্সবাজার জেলার অভিমুখে অভিযানের উদ্দেশ্যে রওয়ানা করেন। অভিযানের বিষ...