সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ ব্যবস্থা এখন থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ইসহাক দার জানান, তিনি সম্প্রতি UAE-এর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তাকে জানানো হয় যে, ২০২৫ সালের ২৫ জুলাই থেকে এই ভিসা মওকুফ ব্যবস্থা সব আমিরাতি বিমানবন্দরে কার্যকর হয়েছে।
দুই দেশের মধ্যে এই ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় জুলাই মাসের শেষ সপ্তাহে, আবুধাবিতে অনুষ্ঠিত দ্বাদশ পাকিস্তান-UAE যৌথ মন্ত্রীসভা কমিশনের (JMC) বৈঠকে।
ইসহাক দার বলেন,
“২০২৫ সালের ২৪ জুন, আবুধাবিতে আমার ভাই শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠকে আমরা কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের মধ্যে পারস্পরিক ভিসা মওকুফ বিষয়ে একমত হই। আমরা দু’জন এই বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করি, যার ৩০ দিনের মধ্যে এটি কার্যকর হওয়ার কথা ছিল।”
তিনি আরও বলেন,
“আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, UAE কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে এই ভিসা মওকুফ বর্তমানে কার্যকর হয়েছে এবং ২০২৫ সালের ২৫ জুলাই থেকে UAE-এর সব বিমানবন্দরে এটি বাস্তবায়িত হচ্ছে।”
এছাড়া, তিনি জানান, এই চুক্তির আওতায় পারস্পরিক ভিত্তিতে UAE-এর কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্যও একই ধরনের ব্যবস্থা পাকিস্তানের সব বিমানবন্দরে চালু করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে ১৭ লাখেরও বেশি পাকিস্তানি নাগরিক UAE-তে বসবাস ও কাজ করছেন। পাশাপাশি প্রতিবছর লক্ষাধিক পাকিস্তানি পর্যটক আমিরাত সফর করে থাকেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার পর থেকে বহুবার UAE সফর করেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিসা মওকুফ ব্যবস্থা শুধুমাত্র কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য, সাধারণ পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।