‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে দুর্দান্ত অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর এক নতুন কিস্তি নিয়ে—‘ওয়ার ২’, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট। ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ যেমন চড়া, তেমনি আলোচনার কেন্দ্রে রয়েছে এর প্রধান চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনের বিশাল পারিশ্রমিক।
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হৃতিক রোশন ‘ওয়ার ২’-এর জন্য যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে একটি বড়সড় চুক্তি করেছেন। এই চুক্তিতে তিনি ৫০ কোটি টাকা আগাম পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন, পাশাপাশি থাকছে মুনাফার অংশীদারিত্বের সুবিধাও। সব মিলিয়ে হৃতিকের মোট আয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে—এতে তিনি পুরো ছবির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হতে চলেছেন।
এই পদ্ধতিটিই হৃতিক আগে ‘ওয়ার’ (২০১৯) ছবির ক্ষেত্রেও অনুসরণ করেছিলেন, যেখানে ছবিটি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারে পরিণত হওয়ায় তিনি ব্যাপক মুনাফা লাভ করেছিলেন। সেই ছবিতে হৃতিকের চরিত্র ‘কবীর’ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এবার ‘ওয়ার ২’-এ তিনি আবারও সেই আইকনিক চরিত্রে ফিরছেন। উল্লেখ্য, এটি YRF-এর ক্রমবর্ধমান স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি।
এবার হৃতিকের সঙ্গে ছবিতে নতুনভাবে যোগ দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করছেন। দক্ষিণ ভারতে বিশাল ভক্তগোষ্ঠী থাকলেও হৃতিক রোশন আজও দেশজুড়ে জনপ্রিয়, যার একটি বড় কারণ ‘কৃষ’ (২০০৬) সিরিজের দীর্ঘস্থায়ী প্রভাব ও জনপ্রিয়তা।