Site icon আজকের কাগজ

নকলায় জুলাই পুনর্জাগরণে শপথ অনুষ্ঠান

শপথ অনুষ্ঠান

হারুনুর রশিদ, শেরপুর : সমাজসেবা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুম থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়াল মাধ্যমে জাতীয় পর্যায়ের শপথ সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাসুম, সাংবাদিক মুহাম্মদ হযরত আলী । এ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান ।

Exit mobile version