Site icon আজকের কাগজ

“চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত স্বদেশ”

আশরাফ বিন হানিফ 

চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনার বাংলা চাই,

মোরা সোনার বাংলা চাই, মোরা শান্তিরই গান গাই।

মোদের এই জন্মভূমি, এই যে প্রিয় দেশ,

চাঁদাবাজির থাবায় আজও সব নিঃশেষ।

সন্ত্রাসের কালো ছায়ায় জীবন আজ আঁধারে,

শান্তির পরশ চাইছি মোরা, সবারই অন্তরে।

কত শত স্বপ্ন দেখেছি, সোনার এই দেশ নিয়ে, আগামীর দিন সাজাবো, সকলে মিলেমিশে।

অশান্তির কালো মেঘে, চতুর্দিকে ভয় ছড়ায়,

আলোর দিশা দেখাতে, কে আছো কোথায়?

সুন্দর সমাজ গড়তে, ভেদাভেদ ভুলে যাই,

একসাথে মিলেমিশে, নতুন দেশ গড়বো ভাই।

শিশুরা হাসবে হেসে, মায়েরা পাবে সুখ,

নিরাপদ থাকবে সবাই, থাকবে না কোনো দুখ।

কৃষকের মাঠে ফসল ফলবে, শ্রমিকের ঘাম ঝরবে, 

সেই ফসল খেয়ে দেশের মানুষ, সুখে দিন কাটাবে। মোদের এই জন্মভূমি, এই যে প্রিয় দেশ,

চাঁদাবাজির থাবায় আর সব হবে না নিঃশেষ।

ReplyForwardAdd reaction
Exit mobile version