রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে । ২৬ জুলাই শনিবার দুপুরে পৌরসভার সরকারি কলেজ গেইটের সম্মুখে দারুত তাকওয়া হিফজ মাদ্রাসা ও পৌর শহরের খামারিয়াপাড়া এলাকার বাবুস সালাম মহিলা মাদ্রাসায় এ কোরআন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি শহিদুজ্জামান স্বপন প্রমুখ ।
এসময়, দুইটি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীরাসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান, জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশন পৌরসভার মাদ্রাসা গুলোতে যাচ্ছে মাদ্রাসার হাল হকিকত জানার জন্য। আমরা শুধু আজ নয়, মাঝে মধ্যেই আসবো এই প্রতিষ্ঠানে। আজ জেনে গেলাম মাদ্রাসার কি সমস্যা রয়েছে সব না পারি আমার সাধ্যমত চেষ্টা করবো সমস্যা সমাধানের এবং আমার জনকল্যাণ ফাউন্ডেশন ও সব সময় মাদ্রাসায় সহযোগিতা করবে।
খোকন আরও বলেন মাদ্রাসার যত গরিব শিক্ষার্থী রয়েছে যারা বেতন দিতে পারে না, বই-পুস্তক কিনতে পারে না আমরা তাদের বেতন বই-পুস্তক কিনে দিবো। আর হুজুর যে সাউন্ড সিস্টেমের দাবি করেছেন তার জন্য ২০ হাজার টাকা এক মাসের মধ্যে দেওয়া হবে।
আলোচনা সভা শেষে দুইটি মাদ্রাসার ১৫ জন ছাত্র ছাত্রীদের হাতে ১৫ টি পবিত্র কোরআন শরীফ তুলে দেন অতিথিরা।