Site icon আজকের কাগজ

ব্রাজিলের চোখে পানি 

মোঃ স্বাধীন মিয়া

সবুজ আর হলুদে রাঙা,  

একটা দল, একটাই ধ্বনি,  

“সাম্বা নাচে ফুটবলের প্রাণ”,  

সেই ব্রাজিল—সেই গর্ববাণী।

মাঠে নামে আগুন নিয়ে,  

পায়ের ছোঁয়ায় বাজে তান,  

তবুও কেন থামে হৃদয়,  

জয় হয় না প্রতিবারই জান!

পেলেকে খুঁজে ফেরে চোখ,  

মারাদোনা নয়, আজ নেইমার,  

শত গোলের মাঝে লুকায়  

এক হারানো সোনার ক্ষার।

দর্শক চিৎকার, হাহাকার,  

আকাশ জানে কান্নার স্বর,  

বুকে গেঁথে হাজার পতাকা,  

তবু চোখে জল—ব্রাজিলের!

তবে কি ফুটবল থেমে যাবে?  

না, নয়তো এ পথ চেনা।  

এই কান্না, এই হারা স্বপ্নই  

নতুন লড়াইয়ের বীজ বোনা।

জয় আসবে আবার, একদিন,  

গর্জে উঠবে বিজয়ের গান,  

ব্রাজিল জানে, ফুটবল মানে—  

ভালোবাসা, যুদ্ধ আর প্রাণ।

Exit mobile version