Site icon আজকের কাগজ

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্টিত

রুকন সম্মেলন অনুষ্টিত

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ জুলাই/২০২৫ খ্রি.) বিকাল সাড়ে ৩ টায় খাগড়াছড়ি সদরস্থ দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে এ রুকন সম্মেলনের অনুষ্টিত হয়।

খাগড়াছড়ি জেলা জামায়েত এর আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জেলা জামায়েত এর উদ্যোগে অনুষ্টিত সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। 

সম্মেলনে প্রধান অতিথি বলেন, একটি কোয়ালিটিফুল সংসদ গঠনের জন্য নির্বাচনে পি. আর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল পি. আর পদ্ধতিতে নির্বাচন চায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ  সদস্য ও রুকনদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, আগামীতে দেশ গঠনে রুকনদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Exit mobile version