Site icon আজকের কাগজ

ব্যাক্তিগত সম্পত্তি উদ্ধার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন 

সংবাদ সম্মেলন

ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর শুলকবহর মডার্ন হাউজিং সোসাইটি (খুলশী কলোনী)’র শেখ মোঃ রফিকুল ইসলাম বাবলু এর নিজ জায়গা জোরপূর্বক অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

২২ জুলাই মঙ্গলবার, বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জায়গার মালিক মোঃ রফিকুল ইসলাম বাবলু। তিনি জানান, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের আমলে তার এই জায়গায় তিনি আসতে পারেন নি। ৫ আগষ্ট পট পরিবর্তন পর এসে দেখছেন তার এই ২৮ গন্ডা জায়গায় কেয়ার টেকার আবুল হাসান সুমন গং সহ অন্যান্যরা জাল দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে দখল করে আছে। তিনি এখনও তার ক্রয়কৃত জায়গায় যেতে পারছেন না, গেলেও জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা সহ প্রসাশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোবারক হোসেন, প্রিন্সিপাল মুসা সিকদার, মশিউর রহমান সহ অন্যান্যরা।

Exit mobile version